বিষয় ঃ- আগামী ১৫ ই মার্চ,২০২৫ ইং জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে উপজেলা এ্যাডভোকেসী
ও পরিকল্পনা সভা প্রসংগে ।
সূত্র ঃ এনএনএস/ভিটামিন-এ/৭৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রীয় স্মারকের আলোকে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন আগামী ১৫ ই মার্চ /২০২৫ইং থেকে ০১ (এক)দিন ব্যাপী অনুষ্টিত হইবে । এতদ উপলক্ষ্যে আগামী ১২/০৩/২০২৫ ইং তারিখ সকাল ১০.০০ (দশ) ঘটিকায় উপজেলা এ্যাডভোকেসী সভা উপজেলা স্বাস্থ্য অফিস, (৩৯/৪) পায়রা,দর্শন দেউড়ী,সিলেট) সিলেট সদর সিলেট এর হল রুমে অনুষ্টিত হইবে ।
উক্ত এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অংশগ্রহণ সহ মূল্যবান মতামত প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করা হইল ।
অংশগ্রহণকারীদের নামের তালিকা ( জৈষ্ঠতার ক্রমানুসারে নহে)
১। চেয়ারম্যান , উপজেলা পরিষদ,সিলেট সদর সিলেট ।
২। উপজেলা নির্বাহী অফিসার, সিলেট সদর সিলেট ।
৩। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার,সিলেট সদর, সিলেট ।
৪। উপজেলা শিক্ষা অফিসার, সিলেট সদর, সিলেট ।
৫। ভারপ্রাপ্ত কর্মকর্তা, শাহ্পরাণ থাানা, সিলেট সদর, সিলেট ।
৬। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, সিলেট সদর, সিলেট ।
৭। সভাপতি/সেক্রেটারী ইমাম সমিতি, সিলেট সদর, সিলেট ।
৮। প্রতিনিধি-------------------- ধর্মীয় প্রতিষ্টান , সিলেট সদর, সিলেট ।
৯। সভাপতি/সেক্রেটারী---------------------উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, সিলেট সদর, সিলেট ।
১০। মেডিকেল অফিসার/সহকারী সার্জন(সকল) অত্র উপজেলা ।
১১। সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, সিলেট সদর সিলেট ।
১২। পরিসংখ্যানবিদ/মেডিকেল ট্যোকনোলজিষ্ট(ইপিআই)/ স্বাস্থ্য পরিদর্শক (ইন চার্জ) অত্র অফিস,
১৩। প্রতিনিধি ,সূচনা/ওয়ার্ল্ডভিশন/ব্র্যাক/হীড/এনজিও প্রতিষ্টান,সিলেট সদর, সিলেট ।
১৪। জেলা কো-অর্ডিনেটর,নিউট্রিশন,সিলেট ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস