Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা স্বাস্থ্য অফিস, সদর, সিলেট এর যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে সিভিল সার্জন অফিস, সিলেট  এর সাথে সংযুক্তি একটি প্রতিষ্ঠান হিসেবে। পরবর্তীতে ২০০৪ সাল থেকে পায়রা ৩৯/৪ দর্শণদেউড়ী সিলেট এর ভাড়া বাসার ২য় তলায় কার্যক্রম শুরু হয়। বর্তমানে শেখঘাট সিলেট এ প্রতিষ্ঠানের স্থায়ী স্থাপনার নির্মান কাজ চলমান রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের অধীনে ১৯৮৪ সাল থেকে অদ্যাবধি ১৮ জন কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হিসেবে দায়ীত্ব পালন করেছেন। বর্তমানে ডাঃ আহমদ সিরাজুম মুনীর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হিসেবে ০৬/১০/২০১৮ ইং তারিখ হতে অদ্যাবধি কর্মরত আছেন।


এই প্রতিষ্ঠানে শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। এখানে কোন অন্তঃবিভাগীয় বা বহিঃবিভাগীয় চিকিৎসা সেবার ব্যবস্থা নেই। তবে প্রান্তিক জনগোষ্ঠির সেবা প্রদানে এই প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। বর্তমানে ১৯টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে অত্র উপজেলার ৭টি ইউনিয়নের জনগোষ্ঠির মধ্যে প্রাথমিক চিকিৎসা সেবা, গর্ভবতী ও প্রসুতি সেবা, শিশু সেবা, স্বাস্থ্য শিক্ষা সেবা, পুষ্ঠি সেবা এবং কৈশোর বান্ধব সেবা প্রদান করা হচ্ছে। এ ছাড়া এই প্রতিষ্ঠানের অধীনে মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মিদের মাধ্যমে ইপিআই সেবা প্রদান করা হয়ে থাকে। তাছাড়া যেকোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মেডিকেল টিম গঠনের মাধ্যমে জরুরী প্রাথমিক স্বাস্থ্য সেবা এই প্রতিষ্ঠানের অধীনে প্রদান করা হয়ে থাকে।