আসন্ন ১৫ মার্চ, ২০২৫ রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইন উপলক্ষ্যে আজ ১২/০৩/২০২৫ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে উপজেলা অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা'২০২৫। উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ স্যার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহমদ সিরাজুম মুনীর স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিববার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অত্র প্রতিষ্ঠানের চিকিৎসক বৃন্দ। ভিটামিন-এ এর উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন এমওডিসি ডা: আনিকা তাবাস্সুম। এ সময় শ্রদ্ধেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহমদ সিরাজুম মুনীর বলেন, "একটি শিশু ও যাতে ওইদিন ক্যাপসুল খাওয়া থেকে বঞ্চিত না হয় সে জন্য সবাই কে সতর্ক থাকতে হবে"। মসজিদ মাদ্রাসা, জুমার নামাজে ক্যাম্পেইন বিষয়ে প্রচারের তাগিদ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ স্যার আসন্ন ক্যাম্পেইন সফল করনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং যে কোন পরিস্থিতিতে আমাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
১৫ মার্চ, ২০২৫ তারিখে প্রতিটি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল, আর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য অফিস সিলেট সদর,সিলেট (৩৯/৪ পায়রা দর্শন দেউড়ী) স্থায়ী কেন্দ্র সহ ১৬৮ টি সাব ব্লকে ৬-১১ মাস বয়সী ৪ হাজার ৩৭৫ জন শিশু রয়েছে এবং ১২-৫৯ মাস বয়সী ৩৮হাজার ২২১ শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) জনাব মনিন্দ্র দেবনাথ ,স্বাস্থ্য পরিদর্শক জনাব স্বপন কুমার দাস তালুকদার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্টোর কিপার এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মী সহ আরো অনেকে।
১৫ মার্চ আপনার শিশুকে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ান, নিজে জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস