Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
HPV Notice
Details


বিশেষ বিজ্ঞপ্তি

আপনারা সকলেই অবগত আছেন যে ঢাকা বিভাগ ছাড়া বাংলাদেশের প্রতিটি বিভাগে বিগত ২৪ অক্টোবর

২০২৪ ইং তারিখ থেকে ৫ম শ্রেনী হতে ৯ম শ্রেনীর সকল ছাত্রী এবং বিদ্যালয় বহির্ভূত ১০-১৪ বছর বয়সী সকল

কিশোরীদের জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধে (HPV) ভ্যাকসিন ১ ডোজ প্রদান চলমান রয়েছে। এর

ধারাবাহিকতায় সিলেট সদর উপজেলার সকল সরকারী, বেসরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, সরকারী এবং

কওমি মাদ্রাসার ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেণীর সকল ছাত্রী এবং বিদ্যালয় বহির্ভূত ১০-১৪ বছর বয়সী সকল

কিশোরীদের-কেও জরায়ুরমুখের ক্যান্সার প্রতিরোধক (HPV) ভ্যাকসিন প্রদান চলমান রয়েছে। ইদানিং দেখা

যাচ্ছে যে বিভিন্ন সোসাল মিডিয়ায় এই ভ্যাকসিনের বিরুপ প্রপাগান্ডা ছড়াচ্ছে। ইহা সম্পূর্ণ ভিত্তিহীন।

এই জরায়ুর মুখের ক্যান্সারের টিকা (HPV) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক পরীক্ষিত এবং শতভাগ কার্যকর।

এমতাবস্থায় সকল সরকারী, বেসরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, সরকারী এবং কওমি মাদ্রাসার ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেণীর সকল ছাত্রী এবং বিদ্যালয় বহির্ভূত ১০-১৪ বছর বয়সী সকল কিশোরীদের-কে ১ ডোজ জরায়ুর মুখেরক্যান্সার প্রতিরোধক (HPV) ভ্যাকসিন ১৭ডিজিট সম্বলিত জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অনলাই রেজিষ্টেশন করে ১ডোজ জরায়ুরমুখের ক্যান্সার প্রতিরোধক (HPV) ভ্যাকসিন গ্রহনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

(ডাঃ আহমদ সিরাজুম মুনীর) 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সিলেট সদর, সিলেট

Publish Date
02/11/2024
Archieve Date
02/11/2024